বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আত্রাই নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত অবধি আত্রাই নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে প্রায় লক্ষাধীক টাকার অবৈধ জাল জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস, মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ সহ পত্নীতলা থানা পুলিশ। আটক অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।