মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয় বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার এ সেমিনারের আয়োজন করে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)। সেমিনারে টেকসই উন্নয়নে ১৭টি অভীষ্ট নিয়ে আলোচনা করেন অংশগহনকারীরা।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খান তার বক্তবব্যে বলেন করোনা মোবাবেলায় বাংলাদেশ অনান্য অনেক দেশের চেয়ে ভাল করেছে। তিনি বলেন, দেশ প্রেম নিয়ে অর্পিত দ্বায়িত্ব সবার পালনের মধ্য দিয়েই অর্জিত হবে এসডিজি।
সেমিনারে আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ ্উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আহমেদ মাহবুব উল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুর রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এডাবের রাজশাহী বিভাগীয় সমন্বায়ক ওবাইদুল ইসলাম জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম, সদস্য সচিব শাহদাত হোসেন মামুনসহ অন্যরা।