সর্বশেষ সংবাদ :

বনপাড়া পৌরসভার উদ্যোগে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন

বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা, এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের ৫২ তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হাইয়ের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক আতিকুর রহমান পিয়াস ও কালিকাপুর বণিক সমিতির সম্পাদক শাহীনুর রহমান বক্তব্য রাখেন। পরে কেক কাটা ও এতিমদের মধ্যে খাবার বিতরণসহ সজিব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজত করা হয়।


প্রকাশিত: জুলাই ২৮, ২০২২ | সময়: ৫:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ