শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ঠেকপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পাড়ার মৃত গেদুর ছেলে কুড়ানকে (৩৬) বুধবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দিলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।