শুক্রবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের জগপুর এলাকায় রাস্তার পাশ থেকে মোমিনুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।মৃত মোমিনুল ইটাহারী গ্রামের গোলাম মর্তুজার ছেলে।
জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে ফেরেননি মোমিনুল। আজ সকালে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে রাস্তার পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা-পুলিশে খবর দেয়।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা বোঝা যাচ্ছে না। হাতে হালকা একটু আঘাতের চিহ্ন ছাড়া কিছুই নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।ওসি আরও বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সানশাইন / শাহ্জাদা মিলন