শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হ”েছ। এ উপলক্ষে সপ্তাহজুড়েই রয়েছে নানা কর্মসূচি। এরই অংশ হিসেবে রবিবার সকাল সাড়ে নয়টায় রাজশাহীর জেলা প্রশাসক বাংলোর চত্বরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে কোর্ট চত্বরে বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ করে। পরে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজন জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শুভ উদ্বোধন ও মৎস্য চাষিদের মাঝে পুরস্কার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মইনুল ইসলাম। বিশেষ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহম্মদ শরিফুল ইসলাম, রাজশাহী বিভাগ মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর র উরফ, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য দপ্তর রাজশাহীর সিনিয়র সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল, পবা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান ও জেলা মৎস্য দপ্তর রাজশাহীর মৎস্য সম্প্রসারণ অফিসার উদয় রোজারিও। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, রাজশাহী জেলার প্রায় জমিগুলো দুই অথবা তিন ফসলী জমি। আমাদের মনে রাখতে হবে মাছ যেমন আমিষের চাহিদা পূরণ করছে তেমনি ভাত শতকরা ৯০ ভাগ মানুষের প্রধান খাদ্য। তাই এক ফসলী অথবা অনাবাদি জমিতে মাছ চাষ করা যেতে পারে তবে দুই বা তিন ফসলী জমিতে মাছ চাষ না করে অন্যান্য ফসল উৎপাদন করলে দেশের উপকার হবে। খাদ্য স্বয়ংসম্পূর্ণ থাকতে পারবো আমরা। মনে রাখতে হবে মাছ যেমন গুরুত্বপূর্ণ ধান গম তার চেয়ে বেশি গুরত্বপূর্ণ।
আলোচনা সভা বক্তারা মাছ চাষিদের উদ্দেশ্যে করে বলেন, আপনার আবাদি জমি পুকুর খনন করে মাছ চাষ করছে। এতে করে আপনার লাভ মান হচ্ছে কিন্তু অন্যদিকে পুকুর খনন করায় কমে আসছে আবাদি জমি এতে দেশ ক্ষতিগ্রস্থ। সে ক্ষেত্রে আপনাদের কাছে ইতিবাচক সহযোগীতা আশা করবো।
আলোচনা সভা শেষে মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় অতিথিরা তিন চাষীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এরা হলেন রাজশাহীর পবা উপজেলার মৎস্যচাষী আলহাজ্জ্ব মোঃ মছীরউদ্দীন, মৎস্যচাষী দূর্গাপুর উপজেলার মোঃ বা”চু মিয়া ও মৎস্যচাষী বাঘার মোঃ মুজিবুর রহমান।
সানশাইন / শাহ্জাদা মিলন