বাগমারায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগমারা প্রতিনিধি

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য র‌্যালি, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার সকাল সাড়ে ১০ টায় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা রবিউল করিম। একাডেমিক সুপারভাইজার ড. মোহাম্মদ আব্দুল মুমীত এর পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী।

এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন, মৎস্য চাষি, ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।

সানশাইন / শামি


প্রকাশিত: জুলাই ২৪, ২০২২ | সময়: ৬:০৭ অপরাহ্ণ | Daily Sunshine