রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নওগাঁয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা মৎস্য অফিস ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এবার প্রতিপাদ্য ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা আমিমুল এহসান, সহকারি পরিচালক রনি চন্দ্র মন্ডল, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজসহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নওগাঁয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও জেলায় বছরে ৮১ হাজার ৮১৬ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এ জেলায় মাছের মোট চাহিদা ৬৭ হাজার ২৮৮ মেট্রিক টন। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে।