সর্বশেষ সংবাদ :

সান্তাহারে সাংবাদিকের মায়ের ইন্তেকাল: শোক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে সাংবাদিক রাহুল পারভেজ জিসান ও পৌর ছাত্রদলের আসাবেক সাধারন সম্পাদক জিতু পারভেজের মা ফরিদা ইয়াসমিন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না ……. রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটাই হাসপাতালে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। শুক্রবার বাদ জুমা নিজ বাড়ি সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে

স্বামী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌরসভা মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, ফেরদৌস মাহমুদ, সদস্য আব্দুর সবুর সবুজ, আমিনুল ইসলাম কোয়েল, যুবনেতা এসএম সামার রাজু ও স্থানিয় সাংবাদিকবৃন্দ।


প্রকাশিত: জুলাই ২২, ২০২২ | সময়: ৮:১৯ অপরাহ্ণ | সানশাইন