মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ বিজিবির বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সীমান্ত পাবলিক স্কুল চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। ১৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মাদ আসাদুজ্জামানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা, সীমান্ত পাবলিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় ১৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নব প্রজন্মকে সাথে নিয়ে আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই মূলমন্ত্রকে সামনে রেখে জেলার ৬টি উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হবে। পাশাপাশি নওগাঁ জেলায় সীমান্তে পূর্নভবা নদী ভাঙ্গন প্রতিরোধে ১১১ কিলোমিটার নদীর বাধ সংলগ্ন স্থানে ১ লাখ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বনবিভাগ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বয়ে পরিবেশ বাঁচিয়ে রাখার এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।