সর্বশেষ সংবাদ :

বাঘায় ছবিসহ হালনাগাদ ভোটার তালিকা সংক্রান্তে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘায় নির্বাচন কমিশন(ইসি)’র উদ্যোগে ছবি-সহ (৭-তম) হাল নাগাদ ভোটার তালিকা সংগ্রহের কাজ শুরু হতে যাচ্ছে। সে উপলক্ষে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসাবে ছবি-সহ হাল নাগাদ ভোটার হওয়ার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস ও বাঘা থানা পুলিশের অফিসার ইনচার্জ(তদন্ত) আব্দুল করিম।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা মোজাহার হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, উপাধক্ষ ওয়াহেদ সাদিক কবির, আড়ানী পৌর সভার প্যানেল মেয়র কাত্তিক হালদার,পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, চকরাজাপুর ইউপি চেয়ারম্যান বাবলু দেওয়ান, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাম্মদ আলী ।

সভায় উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম বলেন, বাঘায় ১ লক্ষ ৫৭ হাজার ভোটার রয়েছে। আমরা ৪৭ টি তথ্য উপাথ্য সংগ্রহের মাধ্যমে ছবি সহ হাল নাগাদ ভোটার তালিকা কার্যক্রম শুর করবো। আগামি ১৮ অক্টবার থেকে ২৯ নভেম্বর পর্যন্ত (১৮ বছর বয়স্ক) নতুন ভোটার তালিকা সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সভা করে বিষযটি সকলকে অবগত করানো-সহ ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে প্রতিটি মসজিজে জুম্বাবার এ বিষয়ে মুসল্লিদের অবগত করা হবে। এ ছাড়াও এ বিষয়ে প্রতিটি এলাকায় মাইকিং এর ব্যবস্থা করা হবে।


প্রকাশিত: জুলাই ১৪, ২০২২ | সময়: ৫:৩০ অপরাহ্ণ | সানশাইন