বৃহস্পতিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারের অদূরে ট্রেনে কাটা পড়ে খিতিশ পাহান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। খিতিশ পাহান জয়পুরহাটের টিপপাড়া চক মোহন গ্রামের মৃত মুনির পাহানের ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৫ টায় সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট রেল স্টেশনের উত্তর পাশে তেঘর পালপাড়া নামক স্থানে রেললাইন পারাপার হচ্ছিলেন খিতিশ পাহান। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, খিতিশ পাহান একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে বাড়ি থেকে সবার অজান্তে বেড়িয়ে আসে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে এলাকার চেয়ারম্যানের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।