বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ঈদুল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসহায় ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় উপজেলার সান্তাহার পৌরসভা চত্বরে ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬ শত ২১ জনের মাঝে এই চাল বিতরণ করেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর আলাউদ্দীন, ওয়াহেদুল ইসলাম, হাবিবুল আলম, মমতাজ আলী, কামরুল, ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রমূখ।