শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
ভোলাহাট প্রতিনিধি
ঈদুল আজহা উপলক্ষে ভোলাহাট উপজেলার ২’শ শিশুর মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। ৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ভোলাহাট প্রতিবন্ধি বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম উপস্থিত থেকে ৫০ জন প্রতিবন্ধি শিশুর মাঝে শিশু খাদ্য বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, গোহাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কবির, ভোলাহাট প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ দিলারা খাতুনসহ অন্যরা।
এছাড়া উপজেলার ৪ ইউনিয়ন ভোলাহাট, গোহালবাড়ি, দলদলী ও জামবাড়িয়া ইউনিয়নে মোট ১৫০জন শিশুর মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে শিশু খাদ্য বিতরণ করা হয়। শিশু খাদ্যের মধ্যে চিনি, সেমাই- লা”ছা, লুডুস, তেল, দুধ, আলু ছিলো।
সানশাইন / শামি