সর্বশেষ সংবাদ :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বার্ষিক প্রতিবেদন সম্পাদনা পর্ষদের সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নিকট এই প্রতিবেদন হস্তান্তর করেন।

এই বার্ষিক প্রতিবেদনে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন ও গবেষণা, প্রকাশনা এবং আনুষঙ্গিক তথ্য স্থান পেয়েছে। ১০ সদস্যবিশিষ্ট একটি সম্পাদনা পর্ষদ প্রতিবেদনটি সম্পাদনা করেছেন।

প্রতিবেদন হস্তান্তরকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, বার্ষিক প্রতিবেদনের প্রকাশক বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, সম্পাদনা পর্ষদের অন্যতম সদস্য অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: জুন ৩০, ২০২২ | সময়: ৯:০১ অপরাহ্ণ | Daily Sunshine