বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টারঃ
পাঁচ দিন ব্যাপি রেঞ্জার গাইডার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বিলসিমলা গাইড হাউস চত্ত্বরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহীর জেলা শাখা আয়োজনে অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের রাজশাহীর আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিস সহকারি প্রোগ্রামার রাইয়া কাশেম, রাজশাহী কলেজ সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ রোজিনা আফরোজ। সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জেলা কমিশনার সাবরিনা শারমিন বনি। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহীর সরকারী মহিলা কলেজ দর্শন বিভাগের সহকারি অধ্যাপক ফাতেমাতুজ্জোহরা।
অনুষ্ঠান শুরুতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২২ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহীর জেলার পক্ষ থেকে রাজশাহী কলেজ সমাজ বিঞ্জান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ রোজিনা আফরোজকে অভিনন্দন জানানো হয় ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২২ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহীর জেলার পক্ষ থেকে রাজশাহী কলেজের মোসাঃ ইসরাত জাহান তামান্নাকে অভিনন্দন জানানো হয়।
সানশাইন/তৈয়ব