সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বং।
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া কলোনীর জিয়া আনছারীর বাড়ী হতে সাংবাদিক পাভেলের বাড়ীর শেষ পর্যন্ত রাস্তর আরসিসি কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আহসানুল হাবীব রাজন এই কাজের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী এমএম এইচ সঙ্গি, উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন, পৌরসভা কার্যসহকারী খোরশেদ আলম, জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রউফ পাভেল, স্থানীয় বাসিন্দা এলাহী চৌধুরী, ফাইম, তানভীর রহমান সোহাগ, বাঁকাসহ গন্যমান্য ব্যক্তিরা। এসময় কাউন্সিলর আহসানুল হাবীব রাজন বলেন, বর্তমান সরকারের প্রধান অঙ্গিকার হচ্ছে শহরের সুবিধা গ্রামে পৌছে দেওয়া। সেই অঙ্গিকার অনুযায়ী আজ দেশের সকল অঞ্চলের রাস্তা, ব্রীজ, কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের উন্নয়ন অব্যাহত রয়েছে। যার কারণে সাধারন মানুষ অতি সহজে তাদের প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করতে পারছে। আর এই উন্নয়ন একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করবো। আমার এলাকার মানুষের পাশে আমি সব সময় আছি এবং আজীবন পাশে থেকে সেবা করার চেস্টা অব্যাহত থাকবে।