রাজশাহীতে জনবান্ধব ইনোভেশন শোকেসিং এর উদ্বোধন ও সেমিনার

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে জনবান্ধব ইনোভেশন শোকেসিং-২০২২ এর উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে ‘সরকারি দপ্তরে উদ্ভাবনী সেবা প্রদান ও জনবান্ধব প্রশাসন’ বিষয়ে আলোচনা করা হয়। বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ (এনডিসি) সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার বলেন, ইনোভেশন মানে নতুন কিছু নিয়ে আসা, যাতে জনগণকে সহজে সেবা দেয়া যায়। সর্বপ্র্রথম ইনোভেশন নিয়ে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইনোভেশন উল্লেখ করে তিনি বলেন, একটি আঙ্গুলের ইশারায় ৭ কোটি বাঙালি সাহসী জাতিতে পরিণত হয়েছিল। তাঁর বক্তব্য যদি সাধারণ হতো তাহলে মন্ত্রমুগ্ধের মতো কেউ শুনত না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উদ্ধৃতি দিয়ে বলেন, ভাইয়েরা আমার, পঁচিশ তারিখে এসেম্বলি কল করা হয়েছে, রক্তের দাগ শুকায় নাই। পঁচিশ তারিখের এসেম্বলি নিয়ে কথার বলার পর পরের বক্তব্য এসেম্বলি নিয়েই হওয়ার কথা ছিল; কিš‘ উনি বললেন রক্তের দাগ শুকায় নাই। পরবর্তীতে তিনি এর ব্যাখ্যা দিলেন, বক্তৃতার মধ্যে আনলেন ইনোভেশন; তিনি বললেন, আমার মানুষের রক্তের উপর দিয়ে আমি শেখ মুজিবুর রহমান এসেম্বলিতে বসতে পারি না। তাঁর এ বক্তৃতা পৃথিবীর দু-তিনটি বক্তৃতার একটি। টিসিবি’র মাধ্যমে খাদ্যদ্রব্য দেয়া ও একদিনে ১ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেয়াও এক ধরনের ইনোভেশন।

তিনি আরও বলেন, ইনোভেশনকে কাজে লাগিয়েই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ছাত্র-ছাত্রীরা নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন কিছু উদ্ভাবন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে বলে এ সময় তিনি আশা প্রকাশ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মালেক। রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক সুশান্ত রায় চৌধুরী মূল প্রবন্ধের উপর আলোচনা করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আটটি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ২৫টি স্টল নিজ নিজ দপ্তরের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরেন।

সানশাইন / শামি


প্রকাশিত: জুন ২২, ২০২২ | সময়: ৯:৪৮ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর