রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৯ই আশ্বিন, ১৪৩০ বং।
বৃহস্পতিবার দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে রেকর্ড ২১১ রান করেও হার এড়াতে পারেনি ভারত।
১২০ বলে ২১২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পায় সফরকারী দক্ষিণ আফ্রিকা।
ভারতের মাঠে ঐতিহাসিক এ জয়ের ম্যাচে একটি রেকর্ড গড়েন প্রোটিয়া দুই তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার ও ভেন দার ডুসেন।
মিলার-ডুসেন শেষ ১০ ওভারে ১২৬ রান সংগ্রহ করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে শেষ ১০ ওভারে এটাই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির।
শুধু তাই নয়, ভারতের মাটিতে ২০০+ রান তাড়া করে এর আগে জয়ের নজিরও খুব একটা নেই।
এদিন প্রথমে ব্যাট করে ইশান কিশানের ৭৬ রান, শ্রেয়াস আইয়ারের ৩৬ এবং হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৩১ রানে ভর করে ২১১ রানে পৌঁছে যায় ভারত।
টার্গেট তাড়ায় ডেভিড মিলার অপরাজিত ৬৪ রান এবং ডুসেনের অপরাজিত ৭৫ রানের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
রোববার কটকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সানশাইন/জেএএফ