সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার
পূর্বে শত্রুতার জের ধরে দোকানে আগুন ও এক জন আহত হয়েছে। রাজশাহী নগরীর ছোটবন গ্রাম ক্লাব মোড়ে ঈসা হার্ডওয়ার দোকানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। এ ঘটনায় মৃত মনির উদ্দিন এর ছেলে গোলাম মোহাম্মদ আহত অবস্তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আহত গোলাম মোহাম্মদ বলেন, গত কয়েক মাস আগে অবৈধ একটি ভবন নির্মান করায় আমি আরডিএ’তে একটি অভিযোগ করায়। গত বুধবার দিবাগত রাতে ৮ টার দিকে রাসিক ১৯ নং ওয়ার্ডে সামনে হঠাৎ অতর্কিত হামলা চালায় স্থানীয় সাজ্জাদসহ তার দুই ছেলে তপন ও তমাল।
এ সময় তিনি পালিয়ে গিয়ে দোকানে আশ্রয় নিলে তাদের হাত থেকে রক্ষা পাননি দেশীয় অস্ত্র দিয়ে সাজ্জাদসহ তার দুই ছেলে তপন ও তমাল, মামুনসহ ৬ থেকে ৭জন দোকানে হামলা চালিয়ে লুটপাট শেষে দোকানে আগুন দিয়ে পালিয়ে যায দূর্বৃত্তরা। এই ঘটনায় মামলার প্র স্তুতি চলছে বলে জানান গোলাম মোহাম্মদ।
সানশাইন/তৈয়ব