সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনারের সাথে চারটি অপরাধ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। রোববার দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২২-২০২৩ সালের জন্য আরএমপির বোয়ালিয়া, মতিহার, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা অপরাধ বিভাগের এই কর্মসম্পাদন চুক্তি হয়।
নিজ নিজ অপরাধ বিভাগের পক্ষে কমিশনারের সাথে চুক্তিতে সই করেন আরএমপির বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, শাহমখদুম জোনের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম, কাশিয়াডাঙ্গা জোনের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভুষণ বানার্জী এবং মতিহার জোনের উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম।
এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুসসহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।