সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে ওয়ালিয়া বাজারে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মী সহ বিএনপি’র একাংশ।
শনিবার রাত ৮ টায় প্রতিবাদ মিছিল শেষে এসময় ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেনের সভাপত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ, সম্পাদক ফরহাদ, ৩নং ওয়ার্ড বিএনপির সম্পাদক জালাল, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমির হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক সুলতান আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি খাইরুল, সম্পাদক আজিজ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম, সম্পাদক আইয়ব, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল, সম্পাদক মান্নান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসরাইল সম্পাদক মমিন, বিএনপির নেতা শুকুর আলী, ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জয়নাল আবেদীন, যুবদল নেতা শফিকুল ইসলাম, রাকিব হোসেন, শাহীন আলী, উজ্জল, থানা যুব দলের সাবেক প্রচার সম্পাদক বিদ্যুৎ কুমার ঘোষ, ছাত্রদল নেতা বিজয়।
এই আহবায়ক কমিটি বাতিলের দাবিতে গত ৩১ মে দুপুরে উপজেলার ওয়ালিয়া গ্রামে ওয়ালিয়া ইউনিয়ন যুবদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৭দিনের সময় বেঁধে দিয়ে গণপদত্যাগের হুমকি দেন পদবঞ্চিত যুবদল নেতাকর্মীরা।