সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ‘তথ্য চাইলে জনগণ, দিতে বাধ্য প্রশাসন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদের মিনি হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি এবং মূখ্য আলোচক ছিলেন, তথ্য কমিশনের সাবেক সচিব মুহিবুল হোসেইন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা ও নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম।
অন্যান্যের মধ্যে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিন বিকেলে উপজেলা পরিষদ হলরুমে নানা শ্রেণীপেশার মানুষের সাথে তথ্য অধিকার আইন বিষয়ক জন সমাবেশ করেন প্রধান অতিথি।


প্রকাশিত: জুন ৬, ২০২২ | সময়: ৬:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ