শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলায় রবিবার তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসুচিতে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস পিএএ।
প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য কমিশনের তথ্য কমিশনার সিনিয়ন সচিব সুরাইয় বেগম এনডিসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ড. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু।
তথ্য কমিশন বাংলাদেশ ও উপজেলা প্রশাসন পুঠিয়ার আয়োজনে এই প্রশিক্ষণে তথ্য অধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ কমিটির সদস্যবৃন্দ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সচিব, সাংবাদিক, ব্যাংক ও স্কুল কলেজের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা সহ অংশগ্রহনকারী ছিল ষাট জন।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস পিএএ প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন।