বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
মোহনপুর সংবাদদাতা: তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ৫ জুন রোববার রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, তথ্য কমিশনের সহকারী পরিচালক (প্রশাসন) হেলাল আহমেদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন।
এ সময় সহকারী কমিশনার ভূমি প্রিয়াংকা দাস, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, থানার সেকেন্ড অফিসার এসআই আলহাজ, সকল ইউনিয়ন সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
কর্মশালা তথ্য অধিকার আইনের আওতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তথ্য আদান প্রদান ও প্রচার বিষয়ে ধারনা দেয়া হয়।