শনিবার, ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ে দুই চালকল মালিককে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায়।
জানা যায়, সরকার কর্তৃক নির্ধারিত মাপের চেয়ে অতিরিক্ত ধান গুদামে মজুদ করার অপরাধে উপজেলার সান্তাহার পৌরশহরের মেসার্স সরদার ফ্লাওয়ার এন্ড অটো রাইচ মিলের স্বত্বাধীকারী আখতারুজ্জামানের ৭০ হাজার টাকা এবং ছাতিয়ানগ্রামের মেসার্স বসাক চাউল কলের স্বত্বাধীকারী রনজিৎ কুমার বসাকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে সান্তাহারে মেসার্স রহমান এন্ড সন্স অটো রাইচ মিলের স্বত্বাধীকারী আতিকুর রহমান মিলন এবং ছাতিয়ানগ্রামের মেসার্স নিশান বসাক চাউল কলের স্বত্বাধীকারী নিশানের মিলে অভিযান পরিচালনা শেষে তাদের অতিরিক্ত মজুদ করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
এসময় ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম রাব্বানী ও থানার উপ পরিদর্শক হয়রত আলী।