শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৮ই আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামীরা হল উপজেলার অভ্যাগতপাড়া গ্রামের মাহাতাব আলীর ছেলে মাজেদুর রহমান, হাসানপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে মাহাবুর রহমান, বড় মাড়িয়া গ্রামের আফসার আলীর ছেলে মাজদুর রহমান। অপরদিকে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী আলকনগর গ্রামের কামাল উদ্দীনের ছেলে নয়ন।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।