শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির বিভাগীয় সাংগঠনিক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ফুড প্যালেস রেষ্টুরেন্টে নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপ এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব।
সভায় অন্যদের মধ্যে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক সৈয়দ রেজাউল মোস্তাফা কালিমী বাবু, পাবনা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক আব্দুল মোমিন, বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আকতারুজ্জামান ডিউক, চাপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, নাটোর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক মজিবর রহমান, শাহজাদপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক হারুন অর রশীদসহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বক্তারা, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই মতবিনিময় সভা করেন। সভাপয় রাজশাহী বিভাগের সকল মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।