রাজশাহী কলেজ আন্তঃবিশ্ব বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের আয়োজনে এবং রাজশাহী কলেজের সহযোগিতায় শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ব বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ২১টি বিশ^বিদ্যালয়ের ২৪টি দল অংশগ্রহণ করেছে।
ফাইনালে রাজশাহী বিশ^বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রানারআপ হয় জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়। ফাইনালের পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। এছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, মিরর ডিবেটিং ক্লাবের উপদেষ্টা এবং অনুষ্ঠানের আহ্বায়ক ড. সাম্যসাথী ভৌমিক, রাজশাহী ডিবেট ফোরামের সাবেক সভাপতি মোঃ ফিরোজ ইবনে রহমান, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ মোঃ শুকরানা এবং অনুষ্ঠানের সিএ মোনাসেফ ফায়সাল। শনিবার পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়।


প্রকাশিত: জুন ৫, ২০২২ | সময়: ৫:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ