বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি : ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলায় এনআরবিসি ব্যাংককে হারিয়ে ওয়ান ব্যাংক চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (৩ জুন) রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সকাল সাড়ে ৮ টার দিকে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে এনআরবিসি ব্যাংক। এতে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে এনআরবিসি ব্যাংক।
পরে ১০৭ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে ওয়ান ব্যাংক লিমিটেড। এরপর ৫ উইকেট হারিয়ে ১৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়ান ব্যাংক। এতে খেলায় ৫ উইকেটের জয় পায় ওয়ান ব্যাংক।
পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ।
বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক ও রাজশাহী ব্যাংকার্স ক্লাবের সভাপতি জীবন কৃষ্ণ রায় এর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও রাজশাহী ব্যাংকার্স ক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান, এনআরবিসি ব্যাংক, রাজশাহী শাখার ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাবিব এবং ক্লাবের সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংক, রাজশাহী শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান প্রমূখ।