সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাবার সাথে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে আব্দুর রহমান নামে ৩ বছর বয়সী এক শিশু। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু ওই গ্রামের সামাউল আলীর ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ওই শিশু তার বাবার সাথে ওই গ্রমের পাশ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।
পরে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কাশিয়াবাড়ী ঘাটে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে নদীতে তার লাশ ভেসে ওঠে।