রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নাটোর: কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে অভুতপূর্ব উন্নয়নের বিচ্ছুরিত আলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জড়িয়ে আছে। উন্নয়নের এই মশাল এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। বৃহস্পতিবার নাটোরে অবস্থিত দেশের একমাত্র ঔষধি গ্রাম পরিদর্শন শেষে লক্ষীপুর খোলাবাড়িয়া আমিরগঞ্জ ঈদগাহ মাঠে কৃষকদের সাথে মতবিনিময় সভায় কৃষি মন্ত্রী একথা বলেন।
কৃষি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন আমরা উৎপাদিত খাদ্যকে পুষ্টিগুণে সমৃদ্ধ এবং নিরাপদ করার জন্যে কাজ করছি। সরকার কৃষিকে বাণিজ্যিককরণ করতে চায়।
কৃষির উৎপাদন যেন কৃষকের শুধুমাত্র খাদ্য চাহিদা পূরণের সহায়ক না হয়। কৃষি যেন অর্থকরি ফসলে পরিণত হয়। কৃষি যেন তাদের জীবন ও জীবিকার উৎস হিসেবে কাজ করে। কৃষকের উৎপাদিত শাকসব্জি ও ফল সংরক্ষণে সম্প্রতি সরকার কোল্ড স্টোরেজ নির্মাণের পদক্ষেপ গ্রহন করেছে।
কৃষি মন্ত্রী বলেন, নাটোরের ঔষধি গ্রামে উৎপাদিত বিপুল পরিমাণ এলোভেরা অত্যন্ত সম্ভাবনাময়। আন্তর্জাতিক বাজারে এলোভেরার ব্যাপক চাহিদা রয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতির সংকট এখন কেটে গেছে। এলোভেরাসহ উৎপাদিত অন্যান্য ভেষজ প্রক্রিয়াজাতকরণ এবং বিপনন করতে পারলে কৃষকরা উপকৃত হবেন। কৃষকদের স্বার্থে এজন্যে কৃষি মন্ত্রণালয় কার্যকর সকল পদক্ষেপ গ্রহন করবে। ধান, শাকসব্জিসহ অন্যান্য ফসলের মত উৎপাদিত ঔষধি পণ্যের গবেষণা শুরুর ব্যাপারেও কার্যকর পদক্ষেপ গ্রহন করা হবে। ভেষজ উৎপাদনে কৃষি ঋণের সুবিধা প্রদান করা হবে।
কৃষি মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক আরো বলেন, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্য ও অভিজ্ঞতায় সমৃদ্ধ রাজনৈতিক দল। সময়মত এই দলের কেন্দ্রীয় কাউন্সিল হবে। আন্দোলনে ব্যর্থ বিএনপি শুধু আন্দোলনের ঘোষণাই দেয়, আন্দোলন করার সক্ষমতা তাদের নেই।
২০২৩ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল আন্দোলনের হুমকি দিচ্ছে। এগুলো আমরা মোকাবেলা করে এসেছি। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ একাই যথেষ্ট।
নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর- ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংসদ সদস্য রত্না আহমেদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সংসদ সদস্য শামীমা ইয়াসমিন, সংসদ সদস্য হোসনে আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
মন্ত্রী ভেষজ গ্রামের খোলাবাড়িয়া মধ্যপাড়াতে আদর্শ কৃষক জয়নাল আবেদীনের সাড়ে পাঁচশ’ প্রজাতির ঔষধি বৃক্ষের মিউজিয়ামও পরিদর্শন করেন।