মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সকল সম্মানিত হোল্ডিং করদাতা ৩০ শে জুন ২০২২ইং তারিখের মধ্যে বকেয়াসহ হাল সনের সমুদয় পৌরকর পরিশোধ করবেন তাদের বকেয়ার উপর আরোপিত সমস্ত সারচার্জ মওকুফ করা হবে এবং হাল পাওনার উপর বিধি মোতাবেক রিবেট প্রদান করে পৌরকর গ্রহণ করা হবে।
এছাড়াও দোকান ঘর ভাড়া, ট্রেড লাইসেন্সের হাল ও বকেয়ার উপর সারচার্জ মওকুফ করা হয়েছে এবং যাদের অটো রিক্সা/চার্জার রিক্সা চালকের রেজিষ্ট্রেশন আছে তাদেরকে আগামী ৩০ শে জুন/২০২২ইং তারিখের মধ্যে নবায়ন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
সম্মানিত হোল্ডিং ৩০ শে জুন ২০২২ তারিখের মধ্যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, অটো রিক্সা, চার্জার রিক্সা, চালক লাইসেন্স ফি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মালিকানাধীন দোকান ঘর ভাড়া পরিশোধ করে সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।