বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: শহীদ জামিল আখতার রতন ৩৪তম মৃত্যু বার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ জামিল ব্রিগেডের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। শহীদ জামিল ব্রিগেড রাজশাহীর প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
শহীদ জামিল ফাউন্ডেশনের সভাপতি আরিফুল হক কুমারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা থাকবেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ বক্তা থাকবেন নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, নগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল আলম তোতা প্রমুখ।