সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: মাদক ব্যবসার সাথে সম্পৃক্তদের এক সময় মাদক ব্যবসায়ী কিংবা চোরাচালানী বলা হতো। তবে এখন তাদের ডাকা হয় মাদক ব্যবসায়ী বলে। কারণ সীমান্ত এলাকায় মাদক বিক্রেতারা আর পাঁচটি পন্যের ন্যায় এখন প্রকাশ্যে মাদক বিক্রী করে থাকে। তাদেরই একজন বাঘার লালন উদ্দিন।
রোববার রাতে বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছে পাওয়া যাই একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় রক্ষিত ২৮ গ্রাম হেরোইন, অপর একটি সাদা পলিথিনের ভিতর মুখ বন্ধ অবস্থায় ১০৫ পিচ লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং একটি বাজার করা ব্যাগের ভিতর রক্ষিত ১০ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল। লালনের বাড়ী বাঘা পুরাতন বাসটার্মিনাল এলাকায়। তার পিতার নাম মৃত শাহাদত শাহ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, লালন বিভিন্ন এলাকা থেকে আসা মাদক সেবনকারীদের কাছে নিজ শরীরে জড়িয়ে অথবা সাট-প্যান্টের পকেট-এ করে মাদক বিক্রী করতো। এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে তাকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করে সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।