বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রির্পোটার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা কনফারেন্স রুমে সোমবার সকাল ১০টায় মাল্টি স্টেক হোল্ডার প্লাটফরম এবং শিবগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে সুইজ কন্টাকের প্রবৃদ্ধি প্রকল্পের স্থানীয় অর্থনীতির উন্নয়ন আম মৌসুমে করণীয় নির্ধারণে সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবুল হায়াত।
সভায় বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ, সুইচ কন্ট্রাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের প্রতিনিধি শারমিন আকতার শাকিলা সহ আম চাষি, আড়তদার, স্টেকহোল্ডার ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।