বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গত রবিবার ও সোমবার দুই দিনের অভিযানে উপজেলার ৯টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশিদ আলম ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ডলি রানী এসব অভিযানে নেতৃত্ব দেন।
সিলগালা করা অবৈধ প্রতিষ্ঠানগুলো হলো – বনপাড়া অনুভব হাসপাতাল, আল-আরাফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রাজাপুর শশী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, মৌখাড়া শাফিয়া ডায়াগনস্টিক সেন্টার, আহমেদপুর রাহেলা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বনপাড়া আল নূর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং বনপাড়া বড়াল ডায়াগনস্টিক সেন্টার।