বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রকল্প (২য় পর্যায়)’র পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তী।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নিয়াজ মেহেদী। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা অফিসের জুনিয়র কনসালটেন্ট হীরা বালা ও কৃষ্ণ কুমার। সম্মেলনে রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভাতাপ্রাপ্ত পুরোহিত ও সেবাইতগণ অংশ নেন।