বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: রিকশা থামিয়ে দুই নারীকে তল্লাশির চেষ্টার অভিযোগে দুই যুবককে ধরে পুলিশে দিয়েছেন লোকজন। রোববার সকালে নগরীর হাদির মোড় এলাকা থেকে লোকজন তাদের ধরে পুলিশে দেন।
গ্রেপ্তার দুজন হলেন, জেলার চারঘাট উপজেলার খোরগবিন্দপুর গ্রামের সোহান (২৫) এবং নগরীর সিপাইপাড়া এলাকার বাসিন্দা সেলিম (২৪)। তারা ভুয়া পুলিশ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালে চারঘাটের টাঙন থেকে দুই নারী রিকশায় চড়ে ডাক্তার দেখাতে রাজশাহী শহরে আসছিলেন। পথে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় সেলিম ও সোহান তাদের গতিরোধ করে তল্লাশি করতে চান। দুই নারীর কাছে মাদক আছে বলে তারা অভিযোগ করেন।
এ সময় ওই দুই নারী তাদের স্বজনদের ফোন করলে সোহান ও সেলিম পালিয়ে যান। তখন স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে হাদির মোড় এলাকায় ধরে ফেলেন। এ সময় পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন দুজন। পরে পুলিশ ডেকে তাদের তুলে দেয়া হয়।
ওসি জানান, আটক দুজন থানায় আছেন। তাদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে। সবগুলো যাচাই-বাছাই চলছে। এরপর দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।