বৃহস্পতিবার, ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তেলবাহী ট্রেনের গার্ডরুমের বডি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে রাজশাহী রেলওয়ের স্টেশন মাস্টার আবদুল করিম জানান, ঈশ্বরদীর দিক থেকে ছেড়ে আসা রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এর পরে সাত নম্বর প্লাটফর্মে নেয়ার সময় তেলবাহী বগিগুলোর শেষে গার্ডরুম লাইনচ্যুত হয়।
তিনি বলেন, ওই বগিটি সরানো হয়েছে। যদিও স্টেশনের সাত নম্বর প্লাটফর্ম শুধু তেলবাহী গাড়ির জন্য ব্যবহার হয়। এর ফলে ট্রেন যাওয়া আসায় কোন ধরনের সমস্যা হবে না।