বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ ইং, ২০শে আশ্বিন, ১৪৩০ বং।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার সাহাপুর ডিএ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে বিদ্যালয় চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ্ আলম, মান্দা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, বাশিস মান্দা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।