রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ছেলের কাটা মেহগণি গাছের নীচে চাপা পড়ে জমেলা বেওয়া (৬০) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জমেলা বেওয়া মামুদপুর গ্রামের মৃত মমতাজ আলীর স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, মামুদপুর গ্রামের লুৎফর রহমান প্রতিবেশী কাঠ ব্যবসায়ী মানিক ও রবির কাছে তার বাগানের কয়েকটি মেহগণি গাছ বিক্রি করেন। শনিবার জমেলা বেওয়ার ছোট ছেলে বাবুসহ কয়েকজন শ্রমিক গাছগুলো কাটছিলেন। এ সময় জমেলা বেওয়া তার ছাগলকে খাওয়ানোর জন্য মেহগণির পাতা সংগ্রহ করতে সেখানে যান।
তিনি পাতা কুড়ানোর সময় হঠাৎ গোড়া কাটা অবস্থায় একটি গাছ আকস্মিক মাটিতে আছড়ে পড়লে তিনি সে গাছের নীচে চাপা পড়েন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।