সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: কুমিল্লা থেকে রাজশাহী আসা তিন কেজি গাঁজার একটি চালান জব্দ করেছে পুলিশ। শনিবার ভোররাতে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বেলপুকুর মোড়ে এ অভিযান চালায়। এ সময় টিনভর্তি একটি মিনি ট্রাকে থাকা ওই গাঁজাগুলো উদ্ধার করা হয়।
এই গাঁজার চালান আনার অপরাধে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার খড়তা মধ্যপাড়া গ্রামের ট্রাকচালক আল-আমিন (৩০) ও পবার নওহাটা পিল্লাপাড়া এলাকার হেলপার মুজাম্মেল হক (৩৬)।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। আর এ ব্যাপারে বেলপুকুর থানায় দুজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।