সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বং।
নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর ১৭০ লিটার চোলাই মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের নেতৃত্বে পুলিশ উপ পরিদর্শক শাহাদাত, জাহাঙ্গীর, ইব্রাহীম, সেলিমুজ্জামান, মিলন, জহির, জাহিদ ও আাকতারুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাড়ইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের পুষন শিং এর ছেলে সাগর সিংহ (২৬) কে ১৭০ লিটার চোলাই মদসহ নিজ বাড়ী থেকে আটক করে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।