বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে পৃথক মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বদপুর গ্রামের শুকুর উল্লাহর ছেলে শাহিনুল ইসলাম এবং শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের অছিমুদ্দীনের ছেলে শাহিন। শুক্রবার রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।