শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৩৬ পিস এম্পলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি সদর ইউনিয়নের তালশন গ্রামের মৃত শিবনাথ দাসের ছেলে ধীরেন দাস ও মৃত আব্বাস আলীর ছেলে জুয়েল হোসেন।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় মাদক কেনা-বেচার উদ্দেশ্যে দুই কারবারি ধীরেন ও জুয়েল ঘোরাফেরা করছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে ৩৬ পিস নেশা জাতীয় এম্পল ও ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।