শনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের সন্তাস ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁয় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তাজের মোড় শহীদ মিনারের পাদদেশে জেলা যুবদলের সভাপতি পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সিনিয়র সহ সভাপতি দেওয়ান ফারুক, যুগ্ম-সম্পাদক জেড এইচ খান মানিক, সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপু, থানা যুবদলের সভাপতি সরদার সাইফুল ইসলাম সাজু, শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন সহ জেলা যুবদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।