বুধবার, ৬ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: দিন বদলের স্বপ্ন, আইটি তথ্য প্রকল্প এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় তথ্য ও যোগায়োগ প্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের মাষ্টার পাড়ায় জেলা প্রশাসনের অর্থায়নে বেসরকারী সংস্থা রানী এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।
রানির প্রধান নিবাহী ফজলুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্্েযর মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন, সোসাল এইডের নির্বাহী পারিচালক বাবুল আকতার রিজভী, সাংবাদিক রায়হান আলমসহ বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মমালায় ২৫ তরুণ-তরুণী ও উদ্দ্যেক্তা অংশগ্রহন করেন।