সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার রহিম উদ্দীন ডিগ্রী কলেজ মাঠে ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা, বেলুন উড়িয়ে উদ্বোধন ও ব্যালট পেপারের মাধ্যমে ভোট শুরু হয়।
সম্মেলনটির উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। পরে আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম তালুকদার রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা বিএনপির আহবায়ক ও পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদিন চাঁন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য লাভলী রহমান, বগুড়া জেলা বিএনপি নেতা, আহসানুল তৈয়ব জাকির, ইসলাম স্বাধীন, অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, মোর্শেদ মিলটন, তৌহিদুল আলম মামুন।
দ্বি-বার্ষিক সম্মেলনে ভোট গণনার শেষে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুল মহিত তালুকদার ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে আবু হাসান ভোট পেয়েছেন ২৩৩। কমিটির সাংগঠনিক পদে ইউনুস আলী ভোট পেয়েছেন ১৭৬ ভোট ও শফিকুল ইসলাম লিখন ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।