শুক্রবার, ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা দেশে আওয়ামী ছাত্রলীগের অব্যহত সন্ত্রাস ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট শহরের রেলগেট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম-আহবায়ক শরীফুল ইসলাম, সদস্য বজলার রহমান, আনোয়ার হোসেন ফিদা, এস এম মাজহারুল হক, জুয়েল হোসেন।
এর আগে জয়পুরহাট চিনিকল সড়কের ফায়ার ব্রিগেডের সামনে থেকে নতুন কমিটির ঘোষনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে যুবদলের একটি আনন্দ মিছিল বের করা হয়।